রোজা ইসলামের অন্যতম স্তম্ভ

mosharaf

Date: 2024 মার্চ 20, বুধবার
news-banner

তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূর্ণ করবে। এটা যাদের অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া- একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে।’ (সুরা বাকারা, আয়াত ১৮৪)।

সূর্যাস্তের পর পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতার করা রসুল (সা.)-এর সুন্নত। রসুল (সা.) তাজা খেজুর দিয়ে ইফতার করা পছন্দ করতেন। না পেলে শুকনো খেজুর। তা না জুটলে পানি পান করতেন। রোজার সঙ্গে ইফতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রোজাদার নিজেও ইফতার করবে এবং সম্ভব হলে অন্যকেও এতে শরিক করবে। রোজাদারদের ইফতারে শরিফ করার মধ্যে বিশেষ বরকত ও সওয়াব রয়েছে। সারা দিন রোজা রেখে শরীর আসরের পর থেকে নেতিয়ে যায়। এ অস্বস্তিকর সময়ে ইফতারের বিধান আল্লাহর পক্ষ থেকে রোজাদারের জন্য নিয়ামতস্বরূপ। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা অনেক ফজিলতপূর্ণ আমল।

image